Blogger Templates

Monday 2 January 2017

ক্লাউড কম্পিউটিং সম্পর্কে সংক্ষেপে সম্পূর্ণ ধারনা

ক্লাউড কম্পিউটিং সম্পর্কে সংক্ষেপে সম্পূর্ণ ধারনা.

                          

ক্লাউড কম্পিউটিং হল কম্পিউটারের রিসোর্স গুলো মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সার্ভিস গুলো নেটওয়ার্ক এর মাধ্যমে প্রদান করা। একটু সহজ ভাবে বুঝিয়ে বলি। মনে করেন আপনি একটি প্রতিষ্ঠান ১০০০ জন কর্মীর ডাটা(নাম, ছবি, ঠিকানা, বয়স ইত্যাদি) এবং তাদের বেতনের হিসাব রাখতে চান। তাহলে আপনাকে সাধারন ভাবে কি করতে হবে ? একটি কাস্টমাইজ সফটওয়্যার কিনতে হবে এবং সেই ডাটা গুলো রাখার জন্য হার্ডডিস্ক এ জায়গাও রাখতে হবে। কিন্তু ক্লাউডে এত কিছু করার দরকার নাই শুধু আপনি মাসিক ফি দিয়েই সফটওয়্যার এবং অতিরিক্ত হার্ডওয়্যার না কিনেই অনলাইনে কাজ গুলো করতে পারবেন মুলত এটাই হল ক্লাউড কম্পিউটিং। ভাবতেই অবাক লাগে কোন সফটওয়্যার বা হার্ডওয়্যার এর প্রয়োজন নেই এই ক্লাউড কম্পিউটিং এ !!!
যেকোনো ধরনের ব্যবসায় জন্য ক্লাউড কম্পিউটিং অনেক বেশি উপকারি। কারন ব্যবসায় সংক্রান্ত কনল ধরনের সফটওয়্যার এখন মেঘে (ক্লাউড) এ পাওয়া যায়। যেমনঃ CRM, HR, Accounting & Custom Built Apps ইত্যাদি। কিছু দিনের মধ্যে হয়ত এমন হবে এমন কোন সফটওয়্যার থাকবে না যেটা ক্লাউডে ব্যবহার করা যাবে না।
Cloud ৪ ধরনের
  • Public cloud
  • Hybrid cloud
  • Private cloud 
  • Community cloud

0 comments:

Post a Comment

 
Tricks and Tips