Blogger Templates

Monday 2 January 2017

দ্রুত খুলুন যে কোন ফাইল

              দ্রুত খুলুন যে কোন ফাইল





Launchy বেশ কাজের একটি সফটওয়্যারট। এর মূল কাজ হচ্ছে আপনার কম্পিউটারে যে কোনো ফাইলকে দ্রুত খোলার ব্যবস্থা করে দেয়া। এ সফটঅয়্যারটির আরেকটি গুণ হচ্ছে, এটি প্রয়োজনের মুহূর্ত ছাড়া মোটামুটি অদৃশ্যই হয়ে থাকে। যখনই আপনি Alt + Space চাপ দিবেন তখনই এটি এসে উদয় হবে।
ধরুন আপনি আপনার কম্পিউটারের কোনো এক সাবফোল্ডারে লুকিয়ে থাকা একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে চাচ্ছেন। আপানকে যা করতে হবে তা হল Alt + Space চাপদিয়ে Launchy নিয়ে এসে তার টেক্সট বক্সের মধ্যে ঐ ফাইলটির নাম টাইপ করতে শুরু করা, টাইপ পুরোপুরিও করতে হবে না। ঐ নামের কাছাকাছি যত ফাইল আপনার কম্পিউটারে আছে তাদের নাম ফুটে উঠতে থাকবে Launchy র উইন্ডোর মধ্যে।

0 comments:

Post a Comment

 
Tricks and Tips